প্রিন্ট এর তারিখঃ Nov 21, 2025 ইং || প্রকাশের তারিখঃ Jul 12, 2025 ইং
৫ কোটি টাকা না পেয়ে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা-গুলি, আতঙ্ক এলাকায়

ঢাকা, ১২ জুলাই: রাজধানীর মোহাম্মদপুর এলাকায় এক ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ও গুলির ঘটনা ঘটেছে। অভিযোগ উঠেছে, চাঁদা হিসেবে দাবি করা ৫ কোটি টাকা না দেওয়ায় এ হামলা চালানো হয়। বৃহস্পতিবার গভীর রাতে সংঘটিত এ ঘটনায় ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাতে একদল দুর্বৃত্ত তিনটি মোটরসাইকেলে এসে হঠাৎ করে ব্যবসাপ্রতিষ্ঠানটিতে গুলি ছোড়ে এবং ভাঙচুর চালায়। হামলাকারীরা ঘটনাস্থলে ৮-১০ রাউন্ড গুলি ছোড়ে বলে প্রত্যক্ষদর্শীদের দাবি।
ভুক্তভোগী প্রতিষ্ঠানের এক কর্মকর্তা গণমাধ্যমকে জানান, “গত এক সপ্তাহ ধরে অজ্ঞাত কয়েকজন আমাদের কাছে ফোন করে ৫ কোটি টাকা চাঁদা দাবি করে আসছিল। টাকা না দেওয়ায় আজ তারা সরাসরি হামলা চালিয়েছে।”
মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, “আমরা খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি পরিকল্পিত হামলা। ঘটনাস্থল থেকে গুলির খোসা ও সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে।”
এ ঘটনায় এখনও পর্যন্ত কেউ গ্রেপ্তার হয়নি। পুলিশের একাধিক টিম অভিযুক্তদের শনাক্ত ও গ্রেপ্তারে মাঠে নেমেছে।
স্থানীয় ব্যবসায়ীরা নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানিয়েছেন। তারা দ্রুত হামলাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ জুলাই ৩৬ নিউজ